২৮শে মার্চ, ২০২৫

ভাইরাল হওয়া স্ক্রিনশট প্রসঙ্গে বান্নাহ— সত্যতা প্রমাণিত হলে মিডিয়া ছেড়ে দেব

শেয়ার করুন

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নামে কিছু স্ক্রিনশট। যেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে সংযুক্ত রয়েছে বান্নাহর ছবি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, কথোপকথন অত্যন্ত আপত্তিকর এবং কুরূচিপূর্ণ। কথোপকথনে সেই তরুণীকে যৌন সঙ্গমের জন্য উস্কানো হয়েছে। আর সে বরাবরই তা এড়িয়ে যেতে চেয়েছেন এবং নোংরা টেক্সটের প্রতিবাদ করতে দেখা গেছে। আর সেই প্রতিবাদ দেখে অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।

ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে বান্নাহ ওই ভিডিওতে বলেন, ‘আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে, বান্নাহ ভাই এটা কি আপনি? কেউ কেউ বলছে ভাই এটা আপনি-ই। আবার একদম বলছে যারা আমার ভালোবাসার মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশীদ বান্নাহ আজকে। যাদের ভালোবাসায় সিক্ত হয়েছি তারা বলছে, এটা আপনি হতেই পারেন না। আপনার পার্সোনালিটির সাথে এটা যায়না।’

ভিডিও বার্তায় নির্মাতা আরও বলেন, আমাকে নিয়ে এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিক একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ের বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। যদিও ওটা খালে পানি পায় নাই।

কিন্তু এবার যেই চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই। এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে। আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে।’

সবশেষে বান্নাহ বলেন, আর যেই আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাইনা।

আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেঁড়ে দেবো। আমি নিজেই নিজেকে শাস্তি দেবো।

শেয়ার করুন

আরও পড়ুন