১৯শে মার্চ, ২০২৫

প্রভিটা গ্রুপের কাছে বিভিন্ন ব্যাংকের ৫০০ কোটি ঋণ খেলাপি, স্বপরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

ব্যাংক এশিয়ার ১৭৩ কোটি টাকা পরিশোধ করছেন না প্রভিটা গ্রুপের চেয়ারম্যান নুরুন্নবী। তাই স্ত্রী সুলেখা ইব্রাহিম ও রিদুয়ানুল হক ভুইয়াসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, স্ত্রী, ছেলের দেশত্যাগ করতে না পারেন পুলিশের অভিবাসন শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত।
এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ব্যাংক এশিয়া থেকে নেওয়া ১৭৩ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আদালত প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। কিন্তু বিবাদীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫০০ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন