১২ই মার্চ, ২০২৫

লন্ডনে পৌঁছে তারেক রহমানকে বুকে টেনে নিলেন বেগম জিয়া

শেয়ার করুন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। ছেলে তারেক রহমানকে দেখা মাত্রই বুকে টেনে নিলেন।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন গেলেন বিএনপির চেয়ারপার্সন। লন্ডনে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা।

বিএনপির চেয়ারপার্সন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন