২৮শে মার্চ, ২০২৫

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের রোষানলে সাবেক ওসি নেজাম উদ্দীন

শেয়ার করুন

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়ে আক্রমণের শিকার হয়েছেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা তাঁকে ধরে টেনে হিঁচড়ে তার শার্ট ছিঁড়ে ফেলে। একপর্যায়ে নেতাকর্মীরা তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শাস্তি দাবি করেন।

এসময় ওসি নেজাম ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি সাবেক ওসি হিসেবে তাঁর বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরপর স্যারকে হেফাজতে নিয়েছি আমরা। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

আরও পড়ুন