১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই অগ্নিকাণ্ড, পুড়ল দুই কারখানা

শেয়ার করুন

চট্টগ্রাম শহরে মাত্র ৬-৭ ঘণ্টার ব্যবধানে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি টেক্সটাইল কারখানা, অন্যটি ফার্নিচারের কারখানা।

অগ্নিকাণ্ডের প্রথম ঘটনা ঘটে শহরের উত্তর কাট্টলী এলাকায় রাত ২টা ১০ মিনিটে। উত্তর কাট্টলী সিডিএ আবাসিক পদ্ম পুকুর পাড় এলাকায় ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আরও পুরোপুরি আগুন নেভানো হয় সকাল সাতটার দিকে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আগুন নেভানোর কাজ শেষ হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনজন মালিকের তিনটি ফার্নিচার কারখানা পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের দ্বিতীয় ঘটনা ঘটে কালুরঘাট এলাকায় সকাল ৯টার দিকে। সেখানে বেইজ টেক্সটাইল কারখানার পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন বলেন, কারখানাটি কয়েক বছর ধরে বন্ধ ছিল। কিছুদিন ধরে সেখান থেকে মালামাল চুরি হয়ে যাচ্ছিল।

সকালে কারখানার একটি ভবনে আগুন লাগে। সেখানে কিছু খালি কার্টন ছাড়া তেমন কিছু ছিল না। খবর পেয়ে সকাল ৯টার ২০ মিনিটে স্টেশনের দুইটি গাড়ি গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

আরও পড়ুন