১৪ই মার্চ, ২০২৫

পুলিশের অভিযানের খবরে দেবপাহাড়ে পানির ট্যাংকে লুকিয়ে ছিল আ.লীগ নেত্রী কাবেরী

শেয়ার করুন

পুলিশের অভিযানের খবরে চট্টগ্রাম শহরের অভিজাত আবাসিক এলাকা দেব পাহাড়ের একটি ভবনের পানির ট্যাংকে লুকিয়ে ছিল কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চকবাজার এলাকার দেবপাহাড় ওই ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, আজ রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন