৫ই ডিসেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে লোহাগাড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া যুবলীগ নেতা আবছার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আবছার উদ্দিনকে চুনতি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আবছারকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সার্ভারে সমস্যা থাকার কারণে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে জানা যায়নি। তবে তার বিরুদ্ধে থানায় আরও মামলা থাকতে পারে। গ্রেফতার দেখানোর মামলায় রিমান্ড আবেদন করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন