৫ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের মহিউদ্দিন বাচ্চু এখন কলকাতায়

শেয়ার করুন

জুলাই-আগস্টে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যার পর ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে বিভিন্ন উপায়ে পালাতে শুরু করে আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীসহ শীর্ষ নেতারা। এছাড়া, ৫ আগস্টের পর অনেকেই দেশের মধ্যেই আত্মগোপনে চলে যান, আবার অনেকের কোনো হদিস মিলছে না।

তাদের মধ্যে একজন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। অবশেষে তার খোঁজ মিলেছে। আর তার প্রমাণও এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমের হাতে।

সপ্তাহ তিনেক আগে কলকাতার এক ফুটপাতে হঠাৎ দেখা মেলে মহিউদ্দিন বাচ্চুর। সেখানে তিনি ফল কিনছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কলকাতা শহরের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। এসময় পার্ক স্ট্রিট এলাকার ফুটপাতে বসা একটি ফলের দোকানে দামাদামি করতে দেখা যায়।

এরই মধ্যে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা হয়েছে। কিন্তু, গ্রেফতারের আগেই সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে আত্মগোপনে চলে যান তিনি।

এর আগে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে আওয়ামী লীগের একাধিক এমপি-মন্ত্রী ও নেতাদের দেখা যায়। দেখা যায়, শেখ হাসিনা আমলের প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তাকেও। তাদের প্রত্যেকেই ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি।

শেয়ার করুন

আরও পড়ুন