আগামী বছরের ২৫ জানুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৫ জানুয়ারি দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সিইউজে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাবেক সভাপতি বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব উল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, অর্থ-সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিট প্রধান এম সরওয়ারুল আলম সোহেল ও টিভি ইউনিট তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।