চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরের কদমতলী রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার আবু জাফর ওরফে মুন্না আরএনবি চট্টগ্রাম রেলওয়ে জংশন শাখার অস্ত্র ইউনিটে সিপাহি পদে কর্মরত।

আরএনবি চট্টগ্রাম রেল জংশন শাখার প্রধান পরিদর্শক (সিআই) আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, সিপাহি জাফর কদমতলী থেকে চট্টগ্রাম স্টেশনে যাচ্ছিলেন। তিনি পাহাড়তলী ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
আবু জাফরের সহকর্মী শাহিন জানান, সে গাড়ি থেকে নেমে অফিসের দিকে যাচ্ছিল। তার কাঁধে একটি ব্যাগও ছিল। ট্রেনটি ধীরগতিতে চলছিল। তাই ওঠার চেষ্টা করেন।