১২ই ফেব্রুয়ারি, ২০২৫

যেভাবে মারা গেছেন সেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

শেয়ার করুন

চট্টগ্রামের লালদীঘি এলাকায় ইসকন সমর্থক আন্দোলনকারীদের হামলা এক আইনজীবী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। সংঘর্ষের ওই ঘটনায় আহত অন্তত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, আইনজীবী সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশব্যাপী তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, চিন্ময় প্রভুর সমর্থকরা ধারাল অস্ত্র দিয়ে সাইফুল ইসলামের হাতে, মাথা ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রেও একই খবর পাওয়অ গেছে। সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা দিদার বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা সাইফুল ইসলাম আলিফকে হাতে, মাথা ও পায়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ফেক্ট ডিটেকটর নামে একটি রিউমার স্কেনার ওয়েবসাইট জবাই করে হত্যার বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়, সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনা সত্য হলেও তাকে গলা কেটে বা জবাই করে হত্যার ঘটনা ঘটেনি। ফ্যাক্ট ডিটেক্টরের হাতে আসা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় তার গলায় আঘাতের চিহ্ন নেই, তবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত দেখা গেছে।

তবে, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরও পড়ুন