২৮শে মার্চ, ২০২৫

চান্দগাঁওয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা বাতেন গ্রেফতার

শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নগর কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে চান্দগাঁও থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে গ্রেফতার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

মো. ইছমাইল হোসেন বাতেন (৩১), ফেনী জেলার পশুরাম থানার পশুরাম পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ী আব্দুল মান্নানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেফতার করা হয়েছে। সে গত ১৬ আগস্ট চান্দগাঁও থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারুভুক্ত আসামি।

শেয়ার করুন

আরও পড়ুন