‘গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেনি। দেশব্যাপী এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল। আমরা কোনো ব্যক্তি আদর্শ নিয়ে কাজ করিনা। আমরা আল কোরআনের দেখানো পথে মানুষকে আহ্বান করি। তাই আদর্শিকভাবে কেউ আমাদেরকে মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ।’
আজ শনিবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এসব কথা বলেন। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন এজে কনভেনশন হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থী।
চবি শাখা ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের স্বাগত বক্তব্যে শুরু হয় অনুষ্ঠান।

তিনি আরও বলেন, আমরা কাওকে সাম্রাজ্যবাদের সুযোগ দিব না। রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে বাইরের কেউ এসে আমাদের ওপর সাম্রাজ্য বিস্তার করবে সেটা আমরা মেনে নিব না। আমরা সকল সংগঠনকেই বলবো আপনারা শিক্ষার্থীদের নিয়ে ভালো ভালো কাজ করেন
সমাপনী বক্তব্যে চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, যাদের আত্মত্যাগে আমরা বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, আজ তাদের স্মরণ করছি। এমন আয়োজনের ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আগেও সচেতন ছিলাম। শিক্ষার্থীবান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে আমরা প্রশাসনকে ২৪ দফা দাবি জানিয়েছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবিগুলোর বাস্তবায়ন করবো। আগামীর ক্যাম্পাস হবে মাদক ও সন্ত্রাসমুক্ত।