১৪ই মার্চ, ২০২৫

হালিশহরের নিউ মডেল ফুডের পাউরুটিতে ছত্রাক, বিক্রি করে মেয়াদহীন বিস্কুটও

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার নিউ মডেল ফুড নামের একটি বেকারির পাউরুটিতে ছত্রাক পাওয়া গেছে। শুধু তাই নয়, মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে তা কাস্টমারদের কাছে বিক্রি করা হয়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে হুঁশিয়ারি করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ নভেম্বর) নগরীর মধ্যম হালিশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

এছাড়া অভিযানে ক্যাফে আম্মাজান নামে এক রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণের অপরাধে ৮ হাজার টাকা এবং স্বপ্ন নীল স্টোর নামে এক প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে ‘খান মেডিকেল হল’ নামে এক ফার্মেসিতে অধিক মূল্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা করা হয়েছে।

সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, মধ্যম হালিশহর অভিযানে বেকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছত্রাক পড়া পাউরুটি ও বিস্কুটের গায়ে পুরাতন স্টিকারের ওপরে নতুন মেয়াদের স্টিকার লাগানো, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দই বিক্রি, অধিক মূল্যে ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন