৪০ জন যাত্রী নিয়ে বাসটি রামনগর যাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ আরও পাঁচজন।
ঘটনাটি আজ সোমবার ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলার মার্চুলার কাছে ঘটেছে।
আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল ওই সংবাদমাধ্যমকে আরও জানিয়েছে, পাউরি গাড়ওয়াল জেলার নৈনি ডান্ডা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল বাসটি। সারদ বেন্ডের কাছে সকাল ৭টার দিকে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গীত জাগির নদীর তীরে একটি খাদে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ এবং মেডিকেল টিমসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। আলমোড়ার এসএসপি এবং বিপর্যয় মোকাবিলার কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন।