১৩ই মার্চ, ২০২৫

ছাত্র আন্দোলনে হামলা, কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

কামাল আহমেদ চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সিএমপি সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করে। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

স্থানীয়রা বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ। রবিবার সন্ধ্যায় খোয়াজনগর গ্রামের একটি বহুতল ভবনের নিচে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাক গ্রেপ্তার করা হয়।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন