বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউকের বিরুদ্ধে সিএমপির ডবলমুরিং ও কোতোয়ালী থানায় ৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। খুলনা থেকে গ্রেফতারের পর আজ আদালতে তোলা হয়েছিল। পুলিশ রিমান্ডের আবেদন করলেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়ার আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, নাজমুল হক ডিকউককে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত নাজমুল হক ডিউককে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি হয়নি, তারিখ দেবেন আদালত।

এর আগে গত রোববার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নাজমুল হককে ডিউককে গ্রেফতার করা হয়। পরের দিন সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে খুলনা থেকে তাকে নগরের ডবলমুরিং থানায় আনা হয়েছিল।
জানা গেছে, নাজমুল হক ডিউকের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানার তিনটি ও নগরের কোতোয়ালী থানায় তিনটিসহ এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য রয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে।