১৪ই মার্চ, ২০২৫

অবশেষে শপথের দিনক্ষণ ঠিক হলো, তার আগে সম্পদের হিসাব দিতে হবে ডা. শাহাদাতকে

ডা. শাহাদাত হোসেন

শেয়ার করুন

অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ডা. শাহাদাত হোসেনের শপথের দিনক্ষণ নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

জানা গেছে, আগামী ৩ নভেম্বর রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে শপথ।

তবে, আগামী দুদিনের মধ্যে শাহাদাতের সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত জটিলতা আছে কিনা তাও জরুরিভিত্তিতে জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করেন। এর পর সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রদের অপসারণ করা প্রজ্ঞাপন সংশোধন করায় চসিক মেয়র হিসেবে শপথ নিতে আইনি বাধা পুরোপুরি কেটে যায় ডা. শাহাদাতের।

শেয়ার করুন

আরও পড়ুন