১৪ই মার্চ, ২০২৫

রাষ্ট্রপতিকে পদচ্যুতসহ ৫ দফা দাবি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৫ দফা দাবি ঘোষণা করছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন

ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে পদচ্যুতসহ ৫ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সন্ধ্যা ৬টার সময় রাষ্ট্রপতির বাসভবনের সামনে আয়োজিত কর্মসূচি থেকে এ ৫ দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ দফা দাবি হলো :

১. ৭২ এর সংবিধানকে বাতিল করতে হবে। সেই সংবিধান স্থলে ২৪ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন সংবিধান বাস্তবায়ন করতে হবে।
২. চলতি সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩. রাষ্ট্রপতি চপ্পুকে চলতি সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।
৪. জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. ৫. ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে তারা যেন ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে এবং নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, অনলাইনে সক্রিয় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী মুজিববাদীদের বলতে চাই, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা রাজপথে নেমে পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছি। মৃত্যুর ভয় আমরা পাই না। মৃত্যুর পরোয়া আমরা করি না। শেখ হাসিনাকে পুনর্বাসিত করার স্বপ্ন ভুলে গিয়ে নিজেরাই বিচারের আওতায় চলে আসুন। শেখ হাসিনাকে বাংলাদেশে টেনে-হিঁচড়ে নিয়ে আসব। আমাদের বিপ্লব শেষ হয়ে যায়নি। আমরা ৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে পারলেও এখন পর্যন্ত রাজনৈতিক বন্দোবস্ত করতে পারিনি। বিগত ১৬ বছর বিএনপি, জামায়াত, শিবির, ছাত্রদলের নেতাদের নির্যাতিত হতে দেখেছি। যতদিন পর্যন্ত সুষ্ঠু ধারার রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা ভালো পরিবেশ করে দিতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব শেষ হবে না।

মহানগর/এআই

শেয়ার করুন

আরও পড়ুন