২৮শে মার্চ, ২০২৫

চট্টগ্রামে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত ফিরোজ খান

শেয়ার করুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের বাড়িতে থাকতেন না যুবলীগ নেতা মো. ফিরোজ খান (৩৪)। নিজ বাড়ির অদূরে বোনের বাড়ি, নিরাপত্তার কথা ভেবে সেখানেই থাকতেন তিনি। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কয়েকজন লোক ডেকে নিয়ে একটি খালি জমিতে কুপিয়ে গুরুত্বর আহত করে ফের বোনের বাড়িতে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, ফিরোজ ডাকাতিসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে ফিরোজ বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। দুর্বৃত্তরা একটি খালি জমিতে নিয়ে তাকে কুপিয়ে আহত করে পুনরায় বোনের বাড়িতে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিহতের পরিবার থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। নিহতের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি মামলা রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন