১৪ই মার্চ, ২০২৫

বহদ্দারহাটে ডজন ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে ডিম

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে মোড়ে প্রতি ডজন ১৪০ টাকায় ডিম বিক্রি করছে কয়েকজন যুবক। একটি ভ্যান গাড়িতে প্রায় ২০টি ডিমের থালি নিয়ে সরকারের নির্ধারিত মূল্যে ডিম বিক্রি কার্যক্রম শুরু করে তারা। এ সময় ডজন প্রতি অন্তত ৪০ টাকা কমে পাওয়ায় পথচারীদের হাসিমুখে ডিম কিনতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে এই দামে ডিম বিক্রি করতে দেখা যায়। পরে জানা যায়, তারা মূলত স্থানীয় পোল্ট্রি খামারি।

গণমাধ্যমকে তারা জানিয়েছেন, সরকার ভোক্তা পর্যায়ে ১৪০ টাকায় ডিমের দাম ঠিক করে দিয়েছে। কিন্তু বাজারসহ দোকানে বিক্রি হচ্ছে ডজন ১৭০ থেকে ১৮০ টাকা। মূলত, চট্টগ্রামে ডিমের বাজারের সিন্ডিকেট ভাঙতেই তাদের এই উদ্যোগ। যাতে মানুষের মনে স্বস্তি ফিরে আসে।

এই উদ্যোক্তারা জানিয়েছেন, যতদিন তাদের সাধ্যে কুলায় ততদিন ১৪০ টাকায় প্রতি ডজন ডিম আমরা বিক্রি করে যাবো। সেটা তিন-চারদিন কিংবা এক সপ্তাহও হতে পারে। আমাদের ইচ্ছা, দাম কমা পর্যন্ত চালিয়ে যাওয়া। আমাদের ইচ্ছা আছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে বিক্রি করবো ডিম।

অটোরিকশা চালক আফজাল হোসেন বলেন, আজকে সকালে দোকানে ডজন ১৮০ টাকায় বিক্রি হতে দেখেছি। আমি এক জোড়া ৩০ টাকায় কিনেছি। এখানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে দেখে এক ডজন নিয়ে নিলাম।

শেয়ার করুন

আরও পড়ুন