আপনি মনে করেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংবিধান বিরোধী, প্রকৃত অর্থে যে সংবিধান গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি, সে সংবিধান নিজেই নিজেকে বিলুপ্ত করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানই এই সরকারের বৈধতা।
আজ বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লা খান এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশে গণতন্ত্রকে লোকে শুধুই শব্দ হিসেবেই নিয়েছে, অর্থকে অর্থশূন্য করে ফেলেছে। ফ্যাসিবাদ শব্দকে অর্থহীন করে ফেলে। যেমন, গণতন্ত্র বর্তমান বাংলাদেশে একটা অর্থহীন শব্দ।

এই গণবুদ্ধিজীবী বলেন, বিশেষ করে ১৯৮০ এর পরে যেভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা চলছে, এ ব্যাপারে এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা কিংবা বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই।
গণঅভ্যুত্থানে জনগণের সমর্থন এবং বর্তমান বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-ছাত্রীরা প্রাণ দিয়েছে, আমাদের মা-বোনেরা রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষসহ শেষের দিকে সেনাবাহিনীর নিম্ন ও মধ্যস্তরের কর্মকর্তা-কর্মচারীরাও বিদ্রোহ করেছে। এটাই প্রমাণ করে গত গণঅভ্যুত্থানে জনগণের সমর্থন ছিল। আর এটাই ছিল আমাদের প্রথম গণতন্ত্র।
অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতা। আপনি যদি মনে করেন গণঅভ্যুত্থানটা সংবিধান বিরোধী, তাহলে আমি বলব, যে সংবিধান নিজেকে রক্ষা করতে পারিনি, সেটি নিজেই নিজেকে বিলুপ্ত করেছে।