বাংলাদেশি চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান আবারও দর্শকদের মাতাতে প্রস্তুত। পরিচালক অনন্য মামুন গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষণা করেছিলেন, ‘দরদ’ ছবিটি ১৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। আজ মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় ট্রিজার।
সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত ছাড়াও একযোগে মুক্তি পাবে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।
ইতোমধ্যে মুক্তির অনুমোদনও পেয়েছে বহুল কাঙ্ক্ষিত সিনেমাটি। বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে বেশ প্রশংসিতও হয়েছে।

প্যান ইন্ডিয়ান ‘দরদ’ এর গ্র্যান্ড রিলিজ উপলক্ষে আজ একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করা হয়েছে। প্রকাশ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই যা বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
এর আগে গেল ঈদুল আযহার দিন প্রকাশিত টিজারটি সাইকো-থ্রিলার ঘরানার, যেখানে শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের রোমান্স ও সাসপেন্স রয়েছে।
করোনার কারণে দীর্ঘ ৪ বছর পর ঈদ ছাড়াই শাকিবের এই ছবি মুক্তি পেতে যাচ্ছে, যা হল মালিকদের জন্য আনন্দের খবর। তারা আশাবাদী, ‘দরদ’ দিয়ে দর্শক ফিরবে হলমুখী।
শাকিব খানের ‘দরদ’ নিয়ে এখন সবারই উত্তেজনা—দর্শকদের জন্য অপেক্ষার পালা শুরু হলো!