ভোল পাল্টে নিজেদের পিঠ বাঁচাতে ছাত্রদলে ভিড়ছে দেশের বিভিন্ন জেলার ছাত্রলীগ কর্মীরা। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে
সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
সম্প্রতি বরিশালে সাংগঠনিক সফরে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় ‘রাজনীতিবিমুখ’ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় একাধিক ছাত্রলীগ কর্মীদের।
খবর নিয়ে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত ১০ ছাত্রলীগ কর্মী সেখানে ছাত্রদলের সঙ্গে উপস্থিত ছিল। তারমধ্যে একজন ছিল মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মলীগের ধর্মবিষয়ক সম্পাদক। অনেকে নৌকা মার্কার প্রার্থী নির্বাচনেও অংশগ্রহণ করেছিল। তাদের (ছাত্রলীগ) কয়েকজনের নাম পরিচয় জানা গেলেও, বাকিদের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিগত দিনের ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে তাদের। ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও বর্তমানে ছাত্রদলের সঙ্গে তোলা ছবি মিল করে এর সত্যতা পাওয়া গেছে। যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সঙ্গে চায়ের আড্ডা কিংবা নিজেদের আলাপচারিতায়ও তাদের (ছাত্রলীগ) দেখা মিলেছে। বরিশাল শহরে তাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে থাকে ছাত্রলীগ পরিচয়দানকারী কর্মীরা। অথচ এক সময়ে তারা (ছাত্রলীগ) বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।
একাধিক সূত্র বলছে, বিগত দিনে এদের অনেকে ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতি করেছে। যাদের ছত্রছায়ায় রাজনীতি করত, তারা বিভিন্ন হামলা-মামলায় জড়িত। তাই, তাদের অনেকে নিজেদের পিঠ বাঁচাতে ছাত্রদলের সঙ্গে রাজনীতি করতে যোগ দিচ্ছে।