চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। তারা চমেকে চিকিৎসা নিতে আসা গরীব-অসহায় রোগীদের উল্টাপাল্টা বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। বিনিময়ে পেত মোটা অংকের কমিশন।
রোববার (৬ অক্টোবর) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদের আটক করা হয়। আটক দুই দালাল হলেন- কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮) ।
কার্তিক দত্ত পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মৃত সুনীল দত্তের ছেলে এবং উত্তম দাশ বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার মৃত অনিল দাশের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক দুজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।