১২ই ফেব্রুয়ারি, ২০২৫

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, চার বাঙালি গ্রেফতার

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে ঘরবাড়ি ও মোটরসাইকেল অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চার বাঙালি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার, টানা দুইদিন অভিযান চালিয়ে পৃথক মামলা তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার (৫ অক্টোবর) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল (২৩), আরবার (১৭) এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলার আসামি রাকিব (২৭) ও আরিফুল (১৭)।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, গত ২০ সেপ্টম্বর রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার জেলার বিভিন্ন এলাকা থেকে চারজন আসামিকে গ্রেফতার করে।

শেয়ার করুন

আরও পড়ুন