১৪ই মার্চ, ২০২৫

কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণের কারণ জানা গেল

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী নদীতে তেলবাহী একটি জাহাজে হঠাৎ বিস্ফোরণের কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, অধিক তাপের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি জাহাজে আর কেউ ছিলনা বলেও জানিয়েছেন তিনি।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। সকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের একাধিক টিম অগ্নিনির্বাপণে কাজ করে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। কমিটিতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাতকে আহ্বায়ক ও সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং ও শিপিং) মো. মোস্তাফিজার রহমানকে সদস্য সচিব করা হয়েছে। তাদেরকে আজকের (৩০ সেপ্টেম্বরের) মধ্যেই অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিপিসির চেয়ারম্যানকে জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন