১২ই ফেব্রুয়ারি, ২০২৫

আমরা শিবির আপনাদের মতোই মানুষ : ঢাবি শিবির সভাপতি

শেয়ার করুন

দেশের জন্য যদি জীবন দিতে হয়, তাহলে সবচেয়ে পরীক্ষিত সৈকত হচ্ছে শিবির। আমরা শিবির আপনাতের মতোই মানুষ। আমরা সাধারণ মানুষ, আপনাদের কথাগুলো বলতে চাই।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ফ্যাসিস্ট শাসন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে যখন কাউকে পেয়েছে তারা, প্রথমে নির্মমভাবে নির্যাতন করেছে, এরপর থানায় দিয়েছে। ছাত্রলীগ শিবিরকে দানব আকারে এ সমাজের কাজে হাজির করেছে। আমরা শিবির যে মানুষ, সেই মানুষ হিসেবেও শিবির কর্মীদের অধিকারটুকুও ছিল না। সে কারণে আমরা বাধ্য হয়ে পাবলিকলি আমাদের কাজগুলো করতে পারিনি। তবে, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো দাবি দাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তাদের সাথেই ছিলাম।

এ সময় তিনি ছাত্রলীগের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে বলেন, আমি কখনও ছাত্রলীগের সাথে ছিলাম না। ছাত্রলীগের কোনো পোস্ট আমার নাই।

শিবির কি সত্যিই মানুষের রগ কাটে, সাক্ষাৎকার নেওয়া সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আবু সাদিক কায়েম বলেন, আমি কখনও দেখিনি। এমনকি আমার যারা নেতা ছিলেন, তাদেরকেও দেখিনি। এটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা। ফ্যাসিস্ট ছাত্রলীগ এ ধরনের একটা গুজব ছড়িয়ে মানুষের মাঝে ভয়ের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে।

অন্যান্য আরও অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু শিবিরকেই কেন জঙ্গী হিসেবে পরিচয় করে দিয়েছে? এ প্রশ্নের উত্তরে কায়েম বলেন, ফ্যাসিস্টদের নেচারটাই এমন। তাদের শত্রুকে তারা যখন আইডেন্টিফাই করে, তারা তখন তাকে দানব আকারে হাজির করে। তারা জানে, দেশের সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির, সবচেয়ে দেশপ্রেমিক সৈনিক হচ্ছে শিবির। এজন্য তারা টার্গেট করে আমাদের দানব হিসেবে পরিচয় করে দিয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন