১২ই মার্চ, ২০২৫

আনোয়ারায় বন্যহাতির তাণ্ডব : ২ জনের মৃত্যু, গুরুত্বর আহত তরুণী

ফাইল ছবি

শেয়ার করুন

রাতে আনোয়ারাবাসীর ওপর তাণ্ডব চালিয়েছে বন্যহাতি। এতে ২ জন প্রাণ হারিয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন আরও এক তরুণী।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুয়াপঞ্চক ও বৈরাগ এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বৈরাগ ৪ নম্বর ওয়ার্ড গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির মো. দুলাল মিয়া (৫০) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোশাল তালুকদারের বাড়ির মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)। আহত তরুণীর নাম মারজানা আক্তার (২৮) ।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে একদল হাতির পাল গুয়াপঞ্চক এলাকায় নেমে আসে। এসময় হঠাৎ লোকজনকে তাড়া শুরু করে। একপর্যায়ে একটি হাতি কৃষক দুলালকে আক্রমণ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর পর সেখান থেকে হাতির দল বৈরাগ খোশাল তালুকদার বাড়ি এলাকায় যায়। সেখানে রেহেনা আক্তার নামে এক নারী ঘর থেকে বের হলে তাকেও আক্রমণ করে হাতি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, তিনটি হাতি পাহাড় থেকে নেমে আসে। এর মধ্যে দুটি হাতিকে স্থানীয়রা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় উৎসুক জনতা হাতি দেখতে ঘর থেকে বেরিয়ে এলে পেছন থেকে একটি হাতি এসে আক্রমণ করে। এতে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

যোগাযোগ করা হলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, হাতির আক্রমণে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন