১৩ই মার্চ, ২০২৫

৫ আগস্টের পর প্রথমবার প্রকাশ্যে এলো ছাত্রলীগ

ফাইল ছবি

শেয়ার করুন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলল বাংলাদেশ ছাত্রলীগ।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন দাবি জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।’

শেয়ার করুন

আরও পড়ুন