১৪ই মার্চ, ২০২৫

মেট্রোরেলের আয় নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি ভুয়া

শেয়ার করুন

ফেসবুকে মেট্রোরেলের চলতি মাসের প্রথম ১৮ দিনের আয়ের সঙ্গে আগের ছয় মাসের আয়ের তুলনা করে একটি গুজব ছড়িয়ে পড়েছে। গুজবে দাবি করা হচ্ছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রোরেল থেকে আয় হয়েছে ২০ কোটি টাকা। এর আগের ছয় মাসে আয় হয়েছে ১৮ কোটি টাকা। যদিও, ওই দাবির পক্ষে কেউই স্পষ্ট কোনো তথ্য-সূত্র উল্লেখ করেনি।

ভাইরাল একটি পোস্টের কমেন্টে আকবর হোসেন নামের একজন লিখেছেন, আ.লীগ সরকার মেট্রোরেল করতেও দুর্নীতি করেছে, আয় কম দেখিয়েও শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। এমন স্বাধীনতাইতো চেয়েছিলাম।

আমিনুল ইসলাম নামে একজন লিখেছেন, চিন্তা করে দেখুন, কি পরিমাণ দুর্নীতি করেছে ফ্যাসিবাদ সরকার।

একটি জাতীয় দৈনিকের অনুসন্ধান থেকে জানা যায়, ভাইরাল পোস্টগুলোতে উল্লেখ করা ছয় মাসের হিসাবটি ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব। অনেকে সূত্র হিসেবে গত ৪ মার্চ দৈনিক যুগান্তরের একটি রিপোর্টকে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা আয় হয়েছে। অডিট ফার্মের নিরীক্ষা করা ২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

অর্থাৎ, পোস্টে উল্লেখ করা ছয় মাসের হিসাবটি চলতি বছরের নয়, সেটি ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত আয়ের হিসাব। সেসময় মেট্রোরেল চলত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত।

শেয়ার করুন

আরও পড়ুন