গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ব, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে অবিলম্বে মুক্তি ও দায়েরকৃত মালা প্রত্যাহারের দাবিতে বন্দরনগরী চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর আন্দরকিল্লা হয়ে আবারও চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।

চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধ, মুক্তচিন্তা লালনকারি প্রতিবাদী সাংবাদিক শ্যামল দত্তকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
একই সময়ে চেড়াগি পাহাড় মোড়ে বিশিষ্ট মানবাধিকার সংগঠক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবারের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক শ্যামল দত্ত ও মানবাধিকার নেতা রানা দাশগুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। কিন্তু তার বিরুদ্ধে মামলা দিয়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য আন্দোলন ও অধিকার আদায়ের আন্দোলন থেকে কাউকে বিরত রাখা যাবে না।
অপরদিকে মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বাস্তবায়ন ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাকে গ্রেপ্তার করে মুক্তচিন্তার আন্দোলনকে কখনোই দমানো যাবে না। বক্তারা অবিলম্বে শ্যামল দত্তের মুক্তি ও তাকেসহ সারাদেশে যেসব গনমাধ্যম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গণহারে মামলা দেয়া তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানবাধিকার সংগঠক ড. জিন বোধি ভিক্ষু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা প্রকৌশলী পরিমল চৌধুরী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট রুবেল পাল, যুবনেতা রাহুল দত্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহণ করেন সনাতন সংগঠনের নেতা অশোক চক্রবর্তী, সাংবাদিক সমরেশ বৈদ্য, প্রীতম দাশ, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব নন্দী বাবু, প্রকৌশলী সৌমেন দাশ, আলোকচিত্রী রনি দে, সমাজ সংগঠক আবুল কালাম, পূজা উদযাপন পরিষদ নেতা কাজল শীল, হিন্দু সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ দে, বলুয়ারদিঘী পাড় পুজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, নিত্যনন্দধাম পুজা কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ মজুমদার, সমাজকর্মী সুকান্ত বিশ্বাস, রাজু ঘোষ, টিংকু দত্ত, কানু চৌধুরী, বিলু চৌধুরী, তপন সেনগুপ্ত, লিটন বিশ্বাস, জোবায়ের আলম আফ্রিদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।