১৪ই মার্চ, ২০২৫

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু চট্টগ্রামে, ৫ জনই নারী

ফাইল ছবি

শেয়ার করুন

চলতি সেপ্টম্বরে চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এর মধ্যে ৫ জনই নারী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ৩৫ সপ্তাহের এক অন্তঃস্বত্ত্বা নারী মারা গেছেন। তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃস্বত্ত্বা অবস্থায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে — ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন সম্মিলিত সামরিক হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও ১৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১২ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।

শেয়ার করুন

আরও পড়ুন