১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়া সেই যুবক গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি ছোড়া সেই যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. মিজান (৩৩)। সে বহদ্দারহাট এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। মিজানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, গত ১৭ ও ১৮ জুলাই নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন আটককৃত মিজান। পরবর্তীতে অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর নগরের চান্দগাঁও পাঁচলাইশ থানায় হওয়া হত্যা মামলা দায়ের করা হয়। এতে মিজান, মহিউদ্দিন, ফরহাদসহ অস্ত্রধারী ব্যক্তিদের আসামি করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন