১২ই ফেব্রুয়ারি, ২০২৫

২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক, ১ বিলিয়ন জার্মানি

শেয়ার করুন

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে, ১ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যায় পুনর্বাসন, বাতাসের গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে এই অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে।

আবদুলায়ে সেক আরও বলেন, আমরা যত দ্রুত সম্ভব সমর্থন করতে চাই। বিশ্বব্যাংক বাংলাদেশের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা দেবে। নতুন প্রতিশ্রুতি ছাড়াও বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বহুপাক্ষিক ঋণদাতারা তাদের বিদ্যমান কর্মসূচি থেকে অতিরিক্ত প্রায় এক বিলিয়ন ডলার সহায়তা দেবে।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত ১৫ বছরের চরম দুঃশাসনের অবসান শেষে বাংলাদেশের সংস্কার এবং নতুন যাত্রায় তহবিল প্রদানে বিশ্বব্যাংককে নমনীয় থাকতে হবে। আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে। আমাদের বড় ধরনের সহায়তা দরকার এবং আমাদের ছাত্র-জনতার স্বপ্নের দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের সহায়তা করুন, আমাদের টিমের অংশ হোন।

একইদিন, সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী দশ বছরে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। এ বছরের জন্য ১৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও যুব সমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু খাতে জার্মানির অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

আরও পড়ুন