১৩ই মার্চ, ২০২৫

টাকার জন্য পান বিক্রেতাকে খুন করে কালভার্টের নিচে লুকিয়ে রেখেছিল তারা

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ হাসান উদ্দিন (৪২) নামে এক পান বিক্রেতা রাতে বাড়ি ফেরার পথে খুন হন। পরে জানা যায়, দুই ছিনতাইকারী পান বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করে কালভার্টের নিচে লুকিয়ে রাখে। যাওয়ার সময় মোহাম্মদ হাসান উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় দুই ছিনতাইকারী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল রেললাইনের পাশে একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যার শিকার মোহাম্মদ হাসান উদ্দিন একই এলাকার পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে।

পরে অভিযান চালিয়ে দুই হত্যাকারীকে আটক করে পুলিশ। তারা হলেন— লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিরেরখীলের মো. ইসমাইলের ছেলে মো. যোবায়ের হোসেন (২১) এবং একই এলাকার নোবেল দে-র ছেলে বাবু দে (২০)।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, আসামিরা নিহত হাসানের কাছ থেকে পান বিক্রির টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার পরে তারা মরদেহ মিরিখিল রেললাইনের পাশে কালভার্টের নিচে লুকিয়ে রাখে। নিহতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলটি আসামি যোবায়েরের বাসার কম্বলের ভেতর থেকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরও পড়ুন