১২ই ফেব্রুয়ারি, ২০২৫

দীর্ঘ হচ্ছে মামলার লাইন, ভারতের পালানোর সময় সীমান্তে ধরা ফজলে করিম

আখাউড়া সীমান্তে আটক ফজলে করিম চৌধুরী

শেয়ার করুন

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে বহু আওয়ামী লীগ নেতা ও এমপি-মন্ত্রী ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এবার অবৈধভাবে ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্তে আটক হলেন রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর এক বার্তায় জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করে বিজিবি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

ইতোমধ্যে, চট্টগ্রাম শহর ও রাউজানে ছাত্র হত্যার নির্দেশদাতাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা হয়ে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে।

শেয়ার করুন

আরও পড়ুন