বাংলাদেশে হাসিনা সরকারের পতন যেন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের নেতারা বাংলাদেশের নতুন সরকার নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন।
এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব মঞ্চে অবস্থান জানিয়ছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান ড. ইউনূস সরকারসহ পরবর্তী যেকোনো সরকারের সঙ্গে কাজ করবে কংগ্রেস।
বিশ্লেষকরা বলছেন, রাহুল গান্ধীর এই বক্তব্যের মাধ্যমে ড. ইউনূস সরকারকে সমর্থনের ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছেন তিনি।

তবে, একই সঙ্গে বাংলাদেশের উগ্রবাদী কর্মকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল।
বেসরকারি এক সফরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার চারদিনের ওই সফর শেষ হয়। সফরকালে তিনি ভারতীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বেশ কয়েকটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসব সভাতে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভু্যত্থান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানান, ঢাকার বিষয়ে মোদি সরকারের পররাষ্ট্রনীতিকে সমর্থন করে তার দল। এ সময় তিনি বাংলাদেশের উগ্রবাদের উত্থান নিয়ে শঙ্কা জানান এই নেতা। তবে, বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এছাড়া, ঢাকার বর্তমান সরকারসহ পরবর্তী যেকোনো প্রশাসনের সঙ্গেও ভারতের সম্পর্ক বজায় থাকবে বলে জানান রাহুল।