১৪ই মার্চ, ২০২৫

বঙ্গবন্ধু শিল্প নগরীতে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

শেয়ার করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শওকত হোসেন। তিনি বলেন, সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভিতরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে কারখানার ভিতরে থাকা মেশিনারিজ ও উপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচ তলায় থাকায় ক্যামিক্যালগুলো আগুন লাগার সাথে সাথে সরিয়ে ফেলায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও বলেন, এশিয়ান পেইন্টসের অভিজ্ঞ কর্মকর্তারা আসতেছে। তারা আসলে জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

শেয়ার করুন

আরও পড়ুন