১৪ই মার্চ, ২০২৫

এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

শেয়ার করুন

মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) প্রতিষ্ঠিত এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো দেশের ৬টি ব্যাংক থেকে ৯৫ হাজার ৩৩১ কোটি টাকা ঋণ নিয়েছে। অভিযোগ রয়েছে, এই টাকার প্রায় পুরোটাই এস আলম বিদেশে পাচার করেছেন।

এদিকে, ইসলামী ব্যাংকসহ এস আলমের মালিকানা থাকায় অন্যান্য ব্যাংকগুলো ঝুঁকিতে আছে সংবাদ প্রকাশের পর আমানতকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গ্রাহকরা তাদের আমানত ফেরত নিতে স্ব-স্ব শাখায় ভিড় করছেন। অনেকেই অভিযোগ করেছেন, চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারছেন না। ব্যাংকে টাকা নেই।

আমানতকারীদের টাকা ফেরত দিতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে পাচার করা টাকা উদ্ধার করতে না পারলে এস আলমের জমিসহ সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এস আলমের জমিসহ সম্পত্তি না কেনোর আহ্বান জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের স্বার্থে যেন কেউ না হাত দেন। এসব সম্পত্তি বিক্রি করে আমরা আমানতকারীকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবো।

যেসব আমানতকারী এস আলমের নিয়ন্ত্রণ থাকা ব্যাংকে আমানত রেখেছে তাদের উদ্দেশ্যে ড. আহসান এইচ মনসুর বলেন, আপনারা ধৈর্য ধরুন, এক সাথে টাকা তুলতে যাবেন না। এক সাথে টাকা তুলতে গেলে টাকা পাবেন না। কোনো আমানতকারীর টাকা নষ্ট হবে না। আমরা টাকা দেওয়ার চেষ্টা করবো। তবে টাকা ছাপিয়ে আপনাদের দেব না। আপনাদের টাকা যতটুকু দরকার ছিল, ততটুকু তুলুন। আপনাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে আবারও আমানত না রাখার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, আমরা ব্যাংকগুলোকে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাব। আপনারা এসব ব্যাংকে আবারও টাকা রাখবেন না। যতদিন ব্যাংকগুলোয় সুশাসন প্রতিষ্ঠা না হয়। অতীতে ব্যাংকগুলোয় যে ধরনের কাজ হয়েছে, সে সব কাজ যেন আগামীতে না হয়, এটা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

আরও পড়ুন