১৪ই মার্চ, ২০২৫

ভেঙে গেছে বাঁশবাড়িয়া বেড়িবাঁধ, তলিয়ে গেছে ৬ ইউনিয়ন

বেঙে গেছে সিকদার খালের বেড়িবাঁধে থাকা স্লুইসগেট

বেঙে গেছে সিকদার খালের বেড়িবাঁধে থাকা স্লুইসগেট

শেয়ার করুন

অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে চাপ সইতে না পেরে বেঙে গেছে সীতাকুণ্ডের সিকদার খালের বেড়িবাঁধে থাকা স্লুইসগেট। ফলে উপজেলার উত্তরাংশের ছয়টি ইউনিয়নের বেশির ভাগ এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। এছাড়া, ১৫০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে বৃষ্টির পরিমাণ ১৯৩ মিলিমিটার।

সরেজমিনে বাঁশবাড়িয়া ইউনিয়নের সিকদার খাল এলাকা ঘুরে দেখা গেছে, খালটির ওপর থাকা স্লুইসগেটসহ বেড়িবাঁধ ভেঙে গেছে। বেড়িবঁধের ভেতরের অংশের কৃষিজমিগুলো কোমরসমান পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকার বাড়িঘরও পানিতে ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকেশলী এস এম তারেক জানান, মূলত সিকদার খালের স্লইসগেটটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ছয় বছর আগেও এটি একবার ভেঙে গিয়েছিল। এটি ছাড়াও আরও তিনটি স্লুইসগেট বর্তমানে ঝুঁকিতে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি বন্ধ হলে দ্রুত সংস্কার করার জন্য তাগাদা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে শুনেছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আরও দুয়েকদিন পর জানা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন