১৪ই মার্চ, ২০২৫

যুবসমাজের অধিকার সুরক্ষায় এলইবি’র ৫ দাবি

এলইবির মানববন্ধন

শেয়ার করুন

আন্তর্জাতিক যুব দিবস-২০২৪ উপলক্ষে মানববন্ধন করেছে লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি)। এ সময় তারা যুবকদের অধিকার সুরক্ষায় ৫ দফা দাবি তুলেন।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা জরুরি। এই উপলক্ষে লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি) ৫ দফা দাবি উপস্থাপন করে, যা যুবসমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী।

এলইবি-এর ৫ দফা দাবিগুলো হলো :

১) শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকার ও সংবিধান পড়ানো বাধ্যতামূলক করতে হবে।

২)আন্তর্জাতিক মানবাধিকার সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৩) যুবকদের বিরুদ্ধে আইন প্রয়োগের সময় মৌলিক অধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে।

৪) যুবকদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন কর্মসূচি চালু করতে হবে।

৫) মাদক দ্রব্যের অপব্যবহার রোধে আইনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাড়াতে হবে।

মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), এক টাকায় বৃক্ষরোপণ সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

মানববন্ধনে এলইবি’র ডিরেক্টর অব প্রোগ্রামস রাব্বি তৌহিদ, এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন, এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) – টিআইবি চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা যুবসমাজের অধিকার সুরক্ষায় এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে এই ৫ দফা দাবির গুরুত্ব তুলে ধরেন।

মানববন্ধন শেষে এলইবি জানায়, যুবদের দেশের সংবিধান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সমূহ জানা অত্যন্ত জরুরী। এলইবি’র এই ৫ দাবি পূরণ হলে দেশের যুবরা তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তাদের ক্ষমতায়ন সম্ভব হবে।

শেয়ার করুন

আরও পড়ুন