৫ই ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম সেনাক্যাম্পে যোগাযোগের নম্বরে পরিবর্তন

ফাইল ছবি

শেয়ার করুন

চুরি-ডাকাতিসহ যেকেনো অপরাধ কর্মকাণ্ডে জরুরি সহযোগিতা পেতে চট্টগ্রাম জেলা ও নগরের সেনাক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগের নম্বরে পরিবর্তন এনেছে আইএসপিআর

জেলা সেনাক্যাম্পের নম্বর সমূহ

চট্টগ্রাম জেলার মধ্যে হাটহাজারী ও রাউজানে যোগাযোগ করা যাবে ০১৭৬৯-২৪৩৪১২ নম্বরে। এ ছাড়া রাঙ্গুনিয়ায় ০১৭৬৯-২৬৩৬৫৮, মিরসরাই ও সীতাকুণ্ডে ০১৭৬৯-২৪২১৫০, আনোয়ারায় ০১৭৬৯-২৪২৮৩০ ও ০১৭৬৯-২৪৪২১৪, কর্ণফুলীতে ০১৭৬৯-২৪৩২৫৮ ও ০১৭৬৯-২৪৪২১৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

নগর সেনাক্যাম্পের নম্বর সমূহ

অন্যদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাঁও ও আকবরশাহ এলাকার জন্য ০১৭৬৯-২৪৫২৪৩ নম্বর; ইপিজেড, খুলশী, পাহাড়তলী, হালিশহর, বন্দর ও পতেঙ্গার জন্য ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯ ও ০১৭৬৯-২৪২১৭৩ নম্বর; কোতোয়ালি, নিউমার্কেট ও ডবলমুরিং এলাকার জন্য ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ও ০১৭৬৯-২৪২৬১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন : এবার সপরিবারে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ব্যাংক লেনদেন স্থগিত

আরও পড়ুন : আ.লীগের এমপি-মন্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ, হাছান মাহমুদকে দিয়ে শুরু

শেয়ার করুন

আরও পড়ুন