চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে বিশেষ বাজার মনিটরিং ও আইনি সচেতনতামূলক প্রচারাভিযান করেছে লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ও কালোবাজারির মতো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং বাজার ব্যবস্থাপনাকে আইনানুগভাবে পরিচালিত করতে ব্যবসায়ীকে উৎসাহিত করা।
শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এলইবি’র বাজার মনিটরিং টিম বাজারের বিভিন্ন পণ্য যেমন মাছ, মুরগি, শুঁটকি, সবজি, গরুর মাংসসহ বিভিন্ন দোকানে নিবিড় পর্যবেক্ষণ চালায়। মনিটরিংয়ের সময় জানা যায়, ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট থেকে চাঁদাবাজদের অবৈধ চাঁদা আদায় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগে প্রতিটি দোকান থেকে দৈনিক ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত রসিদ ছাড়াই হাছিলের নামে চাঁদা আদায় করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছিুক এক ব্যবসায়ী জানান, চাঁদার টাকা পরিশোধের কারণে তারা ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করতে বাধ্য হতেন। যেমন, ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য আদায়, পচা পণ্য বিক্রি করা ইত্যাদি। এলইবি’র আইনি দল বাজারের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিষয়ে সচেতন করেছে এবং তাদের অধিকার ও করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে।

দলটি ব্যবসায়ীদের জানিয়েছে, রসিদ ছাড়া কোনো ধরনের অর্থ লেনদেন করলে তা আইনি পর্যবেক্ষণের আওতায় আসবে না এবং এর ফলে ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। তারা আইনী সাহায্য চাইলে তা প্রদান করাও কষ্টসাধ্য হয়ে পড়বে। এছাড়া, কর বা বাজার ইজারা পরিশোধও বৈধ রসিদের মাধ্যমেই করতে হবে। এলইবি’র আইনি সচেতনতা প্রচারণায় ব্যবসায়ীদের আরো সতর্ক করা হয় যে, তারা যেন কোনও অবস্থাতেই ক্রেতাদের ঠকানোর চেষ্টা না করেন এবং ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করলে যে শাস্তির বিধান রয়েছে, সে সম্পর্কেও তাদের সচেতন করা হয়।
এ ধরনের সচেতনতা মূলক প্রচারাভিযানের ফলে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং চাঁদাবাজি বন্ধ হবে ফলে উভয় পক্ষই স্বস্তিতে থাকতে পারবেন ও বাজারে সুশৃংখল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেছেন বাজারের নানা ব্যবসায়ী এবং ক্রেতারা।
এলইবি’র বাজার মনিটরিং এবং আইনি সচেতনতা মূলক কার্যক্রম চলমান থাকবে, যাতে বাজারের চাঁদাবাজি ও কালোবাজারি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা যায় এবং ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন সাথে করে ভোক্তারাও যাতে তাদের অধিকার হতে বঞ্চিত না হয়।
আরও পড়ুন : ৩ দিনে ডিএসইর বাজার মূলধন বাড়ল ৫৮ হাজার কোটি টাকা