৫ই ডিসেম্বর, ২০২৫

এপস্টেইনের ইমেইলে বহুবার ট্রাম্পের নাম: নতুন নথি প্রকাশে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

শেয়ার করুন

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ব্যক্তিগত ইমেইলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার এসেছে বলে নতুন করে প্রকাশিত কংগ্রেসীয় নথিতে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা এসব ইমেইল এপস্টেইনের অতীত যোগাযোগ ও প্রভাবের বিস্তৃতি নতুন করে আলোচনায় এনেছে।

প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টেইনের কাছ থেকে পাঠানো ইমেইল এবং তার কাছে আসা বেশ কয়েকটি ইমেইলে ট্রাম্পকে নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। এর একটি ইমেইল বিনিময় হয়েছিল এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে ২০১১ সালের এপ্রিলে। সেই ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, ট্রাম্প তার বাড়িতে এক যৌন পাচারের শিকার তরুণীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছিলেন। ট্রাম্পকে তিনি ‘ঘেউ ঘেউ না করা কুকুর’ বলেও ব্যঙ্গ করেছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন