বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির সময় ছয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম (৩৪), মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ (৪৮), সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং ফয়স লেক বেইজক্যাম্পের জিপলাইন অপারেটর যুবলীগকর্মী আব্দুর রহিম (৩২)।

নগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফারকৃতরা সবাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাবের আহম্মেদের বাড়িতে অবস্থান করছিলেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, আজ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গ্রেফতারকৃতরা একটি মিছিল আয়োজন করে। আমরা খবর পেয়ে সাথে সাথে তাদের গ্রেফতার করি। মিছিলের আড়ালে আওয়ামী লীগের লোকজনদের সংগঠিত করছিলো তারা।