‘আমরা দুঃখিত কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না’। গত ১৩ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ওই দিন উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ইলিশ দামি মাছ। এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে। সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গাপূজা উদ্যাপন করি, আমাদের জনগণই তা উপভোগ (খেতে) করতে পারে।
এমন মন্তব্যের পর দেশজুড়ে ব্যাপক প্রশিংসিতও হয়েছিলেন তিনি। অতিরিক্ত মূল্যের কারণে ইলিশ যাদের নাগালের বাইরে ছিল, তারা আনন্দিত হয়েছিলেন এজন্যই যে, এখন হয়তো কিনতে পারবেন। কিন্তু, আসেনি। উল্টো এবার বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ৩ হাজার টন ইলিশ রপ্তানি করবে ভারতে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ব্যাপক সমালোচনা করা অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা ফরিদা আখতারের।
ইয়াছিন আরাফাত নিলয় নামের লিখেছেন, দেশের মানুষ এখনও ইলিশের কেজি দেড় থেকে দুই হাজার, কখন কখনও তিন হাজার দিয়েও কেনে। আর তাদের অন্যদেশের প্রতি দরদ উত্থলে উঠেছে।
রানা আহমেদ লিখেছেন, ভারতে ইলিশ মাছ রপ্তানীর অনুমতি দেয়া হয়েছে। মিথ্যার আশ্রয় নেওয়ার কি দরকার ছিল। এন্টি ইন্ডিয়া দেখালে বাংলাদেশের মানুষের মন জয় করা সহজ ইদানিং। তাই মিথ্যার আশ্রয় নেন বলে মনে হয়।
আকরব চৌধুরী লিখেছেন, ইলিশ যদি দেবেন-ই, তাহলে আগে দেবেন না বলে জনগণের সিম্ফেতি নেয়া হলো কেন? এটা জগণের সঙ্গে প্রতারণা।
মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টার ওই বক্তব্যের পর ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে চিঠি দিয়েছিল কলকাতা। কিন্তু, সেটির কোনো জবাব পায়নি তখন। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে অনেকটা হতাশ ছিল কলকাতার মাছ ব্যবসায়ীরা। ফলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জেলায় ইলিশের দাম ৪ হাজার টাকার বেশি ছাড়েয়ে যায়।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকা জানিয়েছে।
এক খবরে হিন্দুস্তান টাইমস বলেছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন।