১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে আকাশ ছুঁয়েছে কাঁচামরিচের দাম

শেয়ার করুন

বন্যার কারণে সরবরাহ সংকট, সুযোগটিকে কাজে লাগাচ্ছে কাঁচা মরিচের ব্যবসায়ীরা। ফলে চট্টগ্রামে কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, কাজীর হাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে দেখা গেছে, দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়।

কাঁচা পণ্যের ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে। গত তিন দিন কাঁচামরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

কাজীর দেউড়ি কাঁচা বাজারে আসা আসলাম নামে এক ক্রেতা জানান, গত বুধবার ১০০ গ্রাম কাঁচামরিচ নিয়েছিলাম ৪০ টাকা। আজ কিনলাম ৯০ টাকায়। কেজি ৯০০ থেকে ৯২০ টাকায় বিক্রি হচ্ছে।

জসিম উদ্দিন নামের এক সবজি বিক্রেতা বলেন, মহাসড়কে পানি উঠার কারণে উত্তরবঙ্গ থেকে সবজি আসছে না। তিনদিন আগেও কাঁচা মরিচ প্রতি কেজির দাম ২০০-২৮০ টাকার মধ্যে ছিল। এখান বাজারে কাঁচামরিচ তেমন একটা নেই, তাই দাম বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কাঁচা মরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনও সুযোগ নেই। অভিযানে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন