চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার বড়উঠান এলাকা থেকে তাকে আটক করা হয়।
তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গ্রেফতার মনির উদ্দিন উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুর এলাকার বাসিন্দা বদিউল আলমের বাড়ির শামসুল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মো. মনির উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।