পচাগলা মাংস ও দুর্গন্ধযুক্ত বোরহানির বোতল সংরক্ষণ করার দায়ে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার ‘হাজী বিরিয়ানি হাউসকে’ এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই এলাকার এবিপি রেস্টুরেন্টের খাবারে ক্ষতিকর রং ব্যবহার করে বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁর খাবারে তেলাপোকার উপস্থিতি দেখে ২০ হাজার টাকা এবং হাজী নান্না বিরিয়ানি হাউসকে মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান এবং মাহমুদা আক্তার।